প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২০ , ১২:৩৬:৪৯ প্রিন্ট সংস্করণ
মো:রাশেদুল ইসলাম(রাশেদ)খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান,
ঝিনাইদহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মুনতাসিরুল ইসলাম মহোদয়ের নির্দেশনায়, অফিসার ইনচার্জ মহেশপুর থানা জনাব মোঃ সাইফুল ইসলাম এর তত্বাবধানে মহেশপুর থানার চৌকশ পুলিশ টিম মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে মহেশপুর থানাধীন খালিশপুর হইতে কালীগঞ্জগামী মহাসড়কের কাকিলাদাড়ী নামক স্থানে পুলিশ বক্সের সামনে পাঁকা রাস্তার উপর হইতে একটি সাদা রঙের প্রাইভেট কার যাহার রেজিঃ নং- ঢাকা-মেট্টো-গ-৪২-৩৫৫৪ এর মধ্যে হইতে ৫৮৫(পাঁচশত পচাশি) বোতল ফেনসিডিলসহ আসামী ১। মোঃ হানিফ মিয়া(৪৮), পিতা-মৃত নবর আলী, সাং নোয়াকান্দি, থানা-মাধবদী, জেলা-নরসিংদী এ/পি সাং-ঝালকুড়ি মোক্তার সরদার এর ভাড়াটিয়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ, ২। মোঃ শফিকুল ইসলাম(৩০), পিতা-রহমত আলী @ ভান্ডরী, সাং-চাঙ্গুরী দপ্তরীবাড়ী, থানা-টংগীবাড়ী, জেলা-মুন্সিগঞ্জ এ/পি সাং-বরপা মাশাবো ইসলাম শিকদার(৪০) এর ভাড়াটিয়া, থানা-রুপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ, ৩। ফারুক হোসেন দিপু(৩৪), পিতা-মৃত সাদিকুর রহমান @ ফজলু, সাং-ঝালকুড়ি দক্ষিনপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জদের ইং ২৪/০৯/২০২০ তারিখ রাত ০৪.০৫ ঘটিকার সময় ধৃত করেন।