এম মনিরুজ্জামান-পাবনা:
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে,রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদ চত্বরে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মীর রাশেদুজ্জামান রাশেদ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফারুক হোসেন চৌধুরী। এ সময় উপ সহকারী কৃষি অফিসার সাইদুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা কৃষি উদ্ভিদ সম্প্রসারণ অফিসার আলমগীর হোসেন। উপজেলার প্রায় ৮১১০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.