• আইন ও আদালত

    দুমকিতে হারুন গ্যংয়ের হামলায় আহত-১১

      প্রতিনিধি ৪ মে ২০২৩ , ১০:০৫:৩৭ প্রিন্ট সংস্করণ

    মো আবুবকর মিল্টন-পটুয়াখালী:

    (২৭ মার্চ)বুধবার দুমকী থানার ওসি (তদন্ত) মাহবুব আলম আলোকিত ৭১ সংবাদ কে বিষয়টি নিশ্চিত করেন। হামলায় আহতরা হলেন, জহুরা বেগম(৫৭),মারুফ হাওলাদার(১৫), সাকিব গাজী(১৬),হৃদয় হাওলাদার(১৯), রিয়াজ হাওলাদার(৩০)আবিরুল সিকদার(১৭)সিফাত হাওলাদার(১২), জাকারিয়া খান(১৪),রুহুল আমিন(২১),জাহানারা বেগম(৪০),মাহিনুর বেগম(৩৯) সাকিব,মারুফ,রিদয় ,এদের তিনজনকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য,বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।অন্যরা হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়িতে আছেন।

    দায়িত্বশীল সূত্র জানা গেছে সম্প্রতি এলাকায় বড় ভাই দাবী করে প্রভাব বিস্তার করতে শুরু করে স্থানীয় হারুন গ্যাংয়ের সদস্যরা ।এলাকায় ইফটিজিং,চাঁদাবাজি,ছিনতাই, লুটপাট, মাদকব্যবসায়ও জড়িত রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ,হারুন নেতৃত্বে হাসান মৃধা,জাহাঙ্গীর মৃধা,রাব্বি মৃধা,সুলতান খান,আল আমিন খান,নাসির খান,রুবেল খান, সোহেল খান,মেহেদী রাড়ী,মুরসালিন, বেল্লাল,তারেক,

    এ বিষয় হারুন মৃধা সাথে মোবাইল ফোনে কথা বলেলে তিনি বলেন,এলাকায় আমরা শুধুমাত্র বাবা-ছেলে বসবাস করি।কিন্তু বাকি লোক কে এবং কারা.? সাংবাদিক এমন এমন প্রশ্নের জবাবে,হারুন মৃধা বলেন,বাকি অন্যরা সবাই আমার পরিবারেরই সদস্য এদিকে দুমকী থানার ওসি (তদন্ত) মাহবুব আলম বলেন,হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ