প্রতিনিধি ১৭ মার্চ ২০২৩ , ১০:৪৫:০০ প্রিন্ট সংস্করণ
এম মনিরুজ্জামান-পাবনা:
উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের আয়োজনে, শ্রদ্ধা এবং ভালবাসা ও দোয়ার মধ্যে দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে পাবনার সুজানগরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন, পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলাম, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান,
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব,পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা, কেককাটা, দোয়া মাহফিল, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও