• সারাদেশ

    পটুয়াখালীতে স্কুল শিক্ষকের বাড়িতে স্ত্রীর দাবিতে শিক্ষার্থীর মা অনসনে

      প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৯:০৮:২২ প্রিন্ট সংস্করণ

    মু,হেলালআহম্মেদ রিপন-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বাড়িতে স্ত্রীর দাবিতে এক শিশু শিক্ষার্থীর মা রাবেয়া বেগম (৩৫) নামের নারী অনসনে বসেছে শিক্ষকের বাড়ীতে। অদ্য ২৫ শে ফেব্রুয়ারী শনিবার সকাল থেকে সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ডাকাতিয়া খালগোরা গাজিবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

    অনসনে থাকা রাবেয়া বেগম (৩৫) বলেন, দীর্ঘ ছয় বছর আগে মেয়েকে পূর্ব কালীকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় প্রেমের সম্পর্ক তৈরি হয় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রশিদ (৫০) এর সাথে। এক পর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি করে। তিনি গর্ভবতী হলেও তাকে একাধিকবার গর্ভপাত করান তিনি। তাদের সরা হলেও তিনি কাবিন করেননি। এখন স্ত্রীর স্বীকৃতির না দিলে এই বাড়ী থেকে আমার লাশ বের হবে।

    মো. আবদুর রশিদের স্ত্রী তানিয়া বেগম বলেন, আমার স্বামীর বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। স্বামীকে ফাঁসাতে মূলত এলাকার কিছু অসাধু ব্যক্তিরা এই নারীকে দিয়ে এই নাটক করছে এটা আমার বিশ্বাস। শিক্ষক রশিদ ভাবি মোরশেদা বলেন, মো. আবদুর রশিদ দুটি বিবাহ করছে। এই নারী সত্যি কথাও বলতে পারে। তার স্বভাব চরিত্র ভালো না।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ