• কৃষি

    তরমুজ চাষে শীর্ষে বাউফল

      প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:০১:৩১ প্রিন্ট সংস্করণ

    মোঃ মহসীন মীর বাউফল উপজেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালী বাউফলে বেড়েছে ব্যাপকহারে তরমুজের চাষ। এখান কার মাটি তরমুজ চাষের বেশ উপযোগী। এছাড়াও কম খরচে অধিক লাভবান হওয়ায় কৃষকরা বেশ আগ্রহী হয়ে উঠেছেন তরমুজ চাষে। তরমুজ একটি রসালো ফল তাই ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছে এর চাহিদাও প্রচুর। উপকূলের বিস্তীর্ন মাঠ জুড়ে রয়েছে তরমুজের সবুজ গাছ। ফুল-ফলে ভরে গেছে কৃষকের স্বপ্নের ক্ষেত। এখনই সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে তরমুজ। চৈত্রের তপ্ত রোদে দিনের বেশির ভাগ সময় চাষীরা পার করছেন ক্ষেত পরিচর্যা।

    কৃষি সম্পসারণ দপ্তরের তথ্য মতে, দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা পটুয়াখালীর বাউফলে সবচেয়ে বেশি তরমুজের আবাদ হচ্ছে। কারণ হিসেবে তারা জানিয়েছেন বেলে মাটি ও বেশি পরিমানের মিঠা পানির প্রয়োজন হয় এ ফলের ফলন ভাল করতে। নদী তীরবর্তী এউপজেলায় চরের সংখ্যাও বেশি। যার ফলে চরগুলোর পাশে নদী থাকায় পানি সেচ ব্যবস্থা খুব সহজ। আর এজন্যই তরমুজ চাষীদের বেশি পছন্দ নদী তীরবর্তী চরগুলো

    উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, আমরা নিয়মিত মাঠ পরিদর্শন করছি। তরমুজ চাষের উপর ইতিমধ্যে আমরা ১০টি প্রশিক্ষণ দিয়েছি। ভাল ফলনের কারণে প্রতি বছরের তুলনায় এবছর দ্বিগুন জমিতে চাষাবাদ হচ্ছে তরমুজ। আশা করছি এবছরও ভাল ফলন হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ