মোঃ লুৎফর রহমান লিটন-সলঙ্গা সিরাজগঞ্জে প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে পানিতে ডুবে মৃত্যু হয়েছে এক গৃহবধূর।
শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার সগুনা ইউনিয়নের ইশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূ নওখাঁদা গ্রামের হাসিনুর রহমানের স্ত্রী। মৃত. জোসনা খাতুনের ভগ্নিপতি রতন আলী জানান, দুপুরে জোসনা খাতুন বাড়ির পাশে একটি পুকুর পাড় দিয়ে হেটে যাওয়ার সময়ে মৃগী রোগ থাকায় পানিতে পড়ে ডুবে যান। এরপর জোসনা খাতুন দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে।
পরবর্তীতে স্বজনরা প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর ওই পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তাড়াশ থানার এসআই মো. রঞ্জু মিয়া বলেন, গৃহবধু জোসনা খাতুনের মৃগী রোগ থাকায় সবার অজান্তে পুকুরে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যান। পরে তার স্বজনরা তার মরদেহ উদ্ধার করেন এবং তার দাফন ও কাফনের ব্যবস্থা করছেন। এ সংক্রান্ত তাড়াশ থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.