প্রতিনিধি ৮ অক্টোবর ২০২০ , ৫:৩৪:৩১ প্রিন্ট সংস্করণ
কবিতাঃ অমর একুশে
লেখকঃশিহাব আহম্মেদ
আন্দোলন,আন্দোলন
তোমার আমার আন্দোলন
ঝরবে রক্ত,পড়বো ফাঁসি
পিছু হাঁটতে নারাজ বঙ্গবাসী,
কণ্ঠে মোদের স্বাধীনভাষা
আ-মরি বাংলাভাষা।
অমর একুশে ফেব্রুয়ারি তোমার
অমর একুশে ফেব্রুয়ারি আমার
শহীদ সৈনিকদের শ্রদ্ধাঞ্জলি
রক্তে রাঙানো মাতৃভাষার লহ প্রণাম,
শহীদদের স্মরণে নির্মিত করিলাম
নত আমার শির
বীরযোদ্ধাদের স্মৃতি চরণে।