প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২০ , ২:১২:৩৯ প্রিন্ট সংস্করণ
মো.জাকারিয়া খান জাহিদ,শেরপুর জেলা প্রতিনিধিঃ
তথ্য অধিকার সংকটের হাতিয়ার – সংকট কালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে” প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। সভার শুরুতেই তথ্য প্রাপ্তির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদ উল্লাহ বিল্লাল, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, চেয়ারম্যনবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।