• রাজশাহী বিভাগ

    ❝অশান্তির নগরে❞ কবি-শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ২০ মার্চ ২০২৩ , ১২:৪০:০৪ প্রিন্ট সংস্করণ

    অশান্তির নগরে
    কবি-শিহাব আহম্মেদ

    দেখো কী অন্তর জ্বালায় জ্বলেপুড়ে মরি
    নগর জনপদে বেহায়াপনা বেড়ে গেছে!
    মানুষে মানুষে সম্পর্কের ফাটল ধরেছে
    স্নেহ-মমতা শ্রদ্ধা-ভক্তি কোথায় হারাল?

    দেখো ভিতরে বাহিরে কী অশান্তি চলছে
    মানুষে মানুষে হানাহানি জুলুম বেড়েছে!
    অফিস আদালতে ঘুষ-দুর্নীতি বেড়েছে
    অন্তরের সুখ কমেনি বরং মরতে বসেছে!

    রাজপথে-সড়কপথে কত মানুষ মরছে
    বেপরোয়া গাড়ী কত প্রাণ কেড়ে নিচ্ছে!
    দেশে শিক্ষিত চোরেরা ক্রমশ বেড়েছে
    মূর্খরা নগর জনপদ তাদের দখলে নিচ্ছে!

    গ্রামে সালিশ বৈঠকে অনিয়ম চলছে
    প্রতিবাদের অসহায়ত্ব দারিদ্র্য বেড়েছে!
    শিক্ষিত কুসন্তানরা বাবা-মাকে তাড়াচ্ছে
    বৃদ্ধাশ্রমে যে হাহাকার-দীর্ঘশ্বাস বেড়েছে!

    ইভটিজিং শুধু নয় ধর্ষণ অনেক বেড়েছে
    শিশু নয় ১০৫ বছরের বুড়ি ধর্ষিত হয়েছে
    দেশের রাজনীতি রাজঘরে কান্না করছে
    দেশের গণতন্ত্র দেখি মৃত্যুর প্রহর গুনছে!

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ