• আইন ও আদালত

    ৯৯৯ কলে চোরাই শ্যালোমেসিন সহ ৩ চোর আটক

      প্রতিনিধি ২৬ জুলাই ২০২২ , ১:৪২:৫০ প্রিন্ট সংস্করণ

    নাটোরের সিংড়ায় চুরির প্রস্তুতি কালে গ্রামবাসী টের পেয়ে ৯৯৯ কল করলে পুলিশ ৩ জন সহ শ্যালো মেশিন ও টেম্পো আটক করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে। পুলিশ আটককৃতদের নাটোর জেল হাজতে প্রেরণ করেছে।

    আটককৃত হলো, কামাল (৩২) পিতা, জয়নাল , শুভ মোল্লা (২৫) পিতা – মুন্টু মোল্লা, জাম্বু মোল্লা (৩৫) পিতা আকবর মোল্লা। আরো একজন ছিলো কামরুল পিতা জয়নাল ঘটনার সময় হাত থেকে ছুটকে পালিয়ে যেতে সক্ষম হয়।
    আটকৃতরা বেড়াবাড়ি ও তাড়াশের বাসিন্দা। সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ