প্রতিনিধি ৬ মার্চ ২০২২ , ৫:০১:০৯ প্রিন্ট সংস্করণ
৭ই মার্চ
কবি-শিহাব আহস্মেদ
৭ই মার্চ
পৃথিবীর শ্রেষ্ঠ কবির,
দেখা পেয়েছিলো বিশ্ববাসী
কবির দরাজ কন্ঠে শোনেছিলো।
হাজার বছরের শ্রেষ্ঠ কবিতা
যে কবিতার প্রতিটি শব্দ চয়নে ছিল,
মানুষের চেতনা,মানুষের অধিকার
আর একটি স্বাধীন দেশ জন্মাবার।
স্বাগত বার্তা “জয় বাংলা”
সূর্য ভয় পেয়েছিলো সেদিন,
তর্জনীর ধ্রুপদী নৃত্যে
আকাশ বাতাস প্রকম্পিত হয়েছিলো।
কবির উচ্চারিত প্রতিটি শব্দে
বিশ্ব নেতাদের হৃদয় কাঁপছিলো
জয়বাংলা হুংকারে
হিমালয় মাথা নত করে ছিলো।
কবির অনল অবয়বে
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
হাজার বছরের শ্রেষ্ঠ কবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
হাজার বছরের শেষ্ঠ কবিতা
৭ই মার্চের ভাষণ তোমার অমরকাব্য
থাকবে যুগের পর যুগ বহমান।