কে,এম,শাওন-সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের রায়গঞ্জে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ ১৯ দিন ধরে নিখোঁজ থাকার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার পরিবারসহ স্বজনেরা। নিখোঁজ হবার পর গৃহবধূর বাবা গঞ্জের আলী রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এব্যাপারে স্থানীয়রা জানান,রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা (নতুনপাড়া) গ্রামের গঞ্জের আলীর মেয়ে সুমি খাতুন (২২) ও একই উপজেলার চক চান্দাইকোনা ( নিশ্চিন্তপুর) গ্রামের আবু বক্করের ছেলে আব্দুল হালিমের সাথে বিবাহ হয়। বিবাহের কিছুদির পর থেকেই মাঝে মাঝেই ঐ গৃহ বধূ তার স্বামী হালিম সরকার ও পরিবারের লোকজন হতে নানা ধরনের শারীরিক নির্যার্তন করতে থাকে।
নিখোঁজের কয়েকদিন পূর্বে তার হাত পা বেঁধে-বেধরক মার পিটের অভিযোগ পাওয়া যায়। ঘটনার দিন ৫ ডিসেম্বর সকাল ৭ টার দিকে নিখোঁজ সুমি খাতুনের স্বামী হালিম সরকার মোবাইল ফোনে সুমির বাবাকে জানান তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে নিখোঁজের বাবা মা বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি করে দীর্ঘ ১৯ দিনেও তার মেয়ের কোন হদিস না পাওয়ায় সুমির বাবা বাদি হয়ে গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। নিখোঁজ অন্তঃসত্ত্বা’র স্বামী হালিম সরকারের মুঠোফোনে ও বাড়িতে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং সুমি খাতুনকে দ্রুত উদ্ধার করার চেষ্টা করছি।অভিযোগের তদন্ত চলছে। দ্রুত এ বিষয়ে অগ্রগতি জানানো হবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.