প্রতিনিধি ৭ জুলাই ২০২২ , ২:০১:৪৪ প্রিন্ট সংস্করণ
!
ব্রীজের নীচে ভাসমান লাশটি একজন হতভাগা সাংবাদিকের। তার নাম হাসিবুর রহমান রুবেল। তিনি দীর্ঘদিন ধরে কুষ্টিয়ায় সাহসিকতার সাথে সাংবাদিকতা করেছেন। কুষ্টিয়ার একটি স্থানীয় দৈনিকের সম্পাদকসহ দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি ছিলেন। গত ৫ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। আজ তার লাশ ভেসে ওঠায় পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। ঘটনার রাতে মোবাইল ফোনে অফিস থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়। রুবেলের হত্যাকান্ডে পরিবারটি দিশেহারা।
এই হত্যাকান্ডের সঠিক তদন্ত করে দ্রুত আসামী গ্রেফতারের দাবি করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- (বিএমএসএফ)। আমরা সাংবাদিকের এমন নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। একজন সাংবাদিক সংবাদ প্রকাশ করার কারনে লাশ হয়ে খালে ভাসবে এটা মেনে নেয়া যায় না। আমরা আশা করি, কুষ্টিয়ার পুলিশ প্রশাসন এই হত্যাকান্ডে জড়িতদের বিচারের মুখোমুখি দাঁড় করার যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন। আমরা এই পৈশাচিক হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।