সাগর আহম্মেদ-পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গত ৩রা ডিসেম্বর ২০১৪ বরিশালের বান্দ রোডে মেডিক্যাল টেকনোলজিস্ট পেশার পেশাগত মুক্তির লক্ষ্যে ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (আই.এইচ.টি) বরিশালের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলা হয়। হামলায় তৎকালীন শিক্ষার্থী আঁখিনূর, সুরাইয়া, আঁখি, ওবায়দুর মাসুম, আদিব সহ শতাধিক শিক্ষার্থী আহত এবং আন্দোলন কমিটির আহ্বায়ক মোঃ হোসেন ও সজল পাল সহ ১৪ জনকে পুলিশ গ্রেফতার করে। যা মেডিক্যাল টেকনোলজিস্ট পেশার জন্য রাজপথে লড়ে যাওয়া সর্বোচ্চ ত্যাগ। ঐ রক্তাক্ত হামলার সকল আহত, গ্রেফতারকৃত এবং আন্দোলনে অংশগ্রহণকারী মেডিক্যাল টেকনোলজিস্টদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।
তাদের ঐ উৎসর্গের ফলেই দীর্ঘ দিনের পেশাগত দাবি তৎকালীন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জনাব মোঃ নাসিম স্যারের নজরে আসে এবং তিনি তিনটি দাবি মেনে নিয়ে মাইনরস স্বাক্ষর করেন। সেই দাবি তিনটি বাস্তবিক অর্থেই মেডিক্যাল টেকনোলজিস্টদের মুক্তির সনদ ছিল। যা আজও বাস্তবায়ন হয় নি। পেশার প্রতি বরিশালের আই.এইচ.টি'র শিক্ষার্থীদের অবদান এবং উৎসর্গের জন্য ২০১৭ সাল থেকে অত্র পরিবার দিনটিকে "মেডিক্যাল টেকনোলজিস্ট দিবস" হিসেবে পালন করে আসছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.