নিউজ ডেস্কঃ
আমদানি বাড়ায় সপ্তাহজুড়ে হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমা অব্যাহত রয়েছে। এ ধারাবাহিকতায় মাত্র দু’দিনের ব্যবধানে পাইকারিতে (ট্রাকসেল) পেঁয়াজের দাম কেজিতে দুই টাকা কমেছে। দু’দিন আগেও বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ ২৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে তা কমে ২৬ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া নগর জাতের পেঁয়াজ এক টাকা কমে ৩২ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে মসলা জাতীয় নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজের দাম কমতির দিকে থাকায় খুশি সাধারণ ক্রেতারা।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমে আসায় দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কমে দাম বাড়তির দিকে ছিল। তবে পূজার বন্ধ শেষে ভারতের বিভিন্ন পেঁয়াজের মোকামগুলোতে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ লোডিং শুরু হওয়ায় আমদানি বাড়তির দিকে রয়েছে, কমেছে দাম। এছাড়া দেশীয় পেঁয়াজের দাম কম হওয়ায় ও নতুন জাতের পাতা পেঁয়াজ উঠতে শুরু করায় আমদানি হওয়া পেঁয়াজের দাম কমতির দিকে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি আগের তুলনায় বেড়েছে। গত সপ্তাহ থেকেই বন্দর দিয়ে পেঁয়াজের বাড়তি আমদানি হয়েছে। চলতি সপ্তাহের প্রথম দিন শনিবার বন্দর দিয়ে ২০ ট্রাকে ৫৭৫ টন পেঁয়াজ এসেছে। আজও বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.