প্রতিনিধি ২৯ মে ২০২১ , ১:৩১:০৩ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মহাদেবপুরে দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতায় পাখি শিকারের নানান কৌশল রপ্ত করেছেন নওগাঁর পাখি শিকারী কামরুজ্জামান (৩৫)। এসব কৌশল খাটিয়ে পাখি শিকার করতে গিয়ে অবশেষে ধরা পড়েছেন তিনি। তাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৮ মে) দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর এলাকা থেকে আটক করে সাতদিনের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা, উপজেলা কৃষি অফিসার অরুণ রায়, মহাদেবপুর থানার এসআই জাহিদ হাসান।