• সাহিত্যে

    ‘১৬ ডিসেম্বর বিজয় তুমি’ কবি-শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২২ , ৭:১৯:০১ প্রিন্ট সংস্করণ

    ১৬ ডিসেম্বর বিজয় তুমি
    কবি-শিহাব আহম্মেদ

    বিজয় তুমি ভাটির দেশের মাটির মানুষের প্রান
    বিজয় তুমি মুজিবের বাংলার সরষে ফুলের ঘ্রাণ।
    বিজয় তুমি লাখো শহীদের তাজা রক্তের ফসল
    বিজয় তুমি লাল সবুজের পতাকার চির সফল।

    বিজয় তুমি জাতীয় চার নেতার মুজিবনগর হাঁসি
    বিজয় তুমি রূপসী বাংলার গণতন্ত্রের এক মাসী।
    বিজয় তুমি মুজিবের ৭ মার্চের মহাকাব্যিক ভাষণ
    বিজয় তুমি মহাবিশ্বে বাংলার ঐতিহাসিক আসন।

    বিজয় তুমি জাতিসংঘে মুজিবের বাংলায় ভাষণ
    বিজয় তুমি পশ্চিমা হায়েনাদের পরাজয় কান্দন।
    বিজয় তুমি বিশ্ব বিখ্যাত বাংলার সোনালী আঁশ,
    বিজয় তুমি শীতের সকালে শিশির ভেজা ঘাস।

    বিজয় তুমি জর্জ হ্যারিসনের স্বপ্নের বাংলাদেশ
    বিজয় তুমি বিশ্বের মানচিত্রে মাথা উঠানো দেশ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ