আলোকিত ইসলাম ডেস্ক:
বর্তমান সময়ে অনেকের মুখে শুনা যায়,কোনো এক জুমাবার হবে ১৫ রমজানে।সেদিন আকাশে বিকট আওয়াজ হবে। তারা দলিল হিসাবে এ হাদিসটি বলে থাকেন, হাদীসটি হলো—দায়লামি বর্ণনা করেন,
রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘কোনো এক রমজানে আওয়াজ আসবে’। সাহাবিরা জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল! রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে? নাকি শেষ দিকে?’ নবীজি (স.) বললেন, ‘না, বরং রমজানের মাঝামাঝি সময়ে। ঠিক মধ্য রমজানের রাতে। শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে। সেই শব্দের প্রচণ্ডতায় ৭০ হাজার মানুষ বেহুশ হয়ে যাবে আর ৭০ হাজার বধির হয়ে যাবে।’
এ সম্পর্কে ইসলামিক আলোচক ও গবেষক মুফতী আরিফ বিন হাবিব তার ফেসবুক পেইজে লিখেন,এই বর্ননার নির্ভরযোগ্য কোন ভিত্তি নেই।
এ জাতীয় আরো কিছু বর্ননা রয়েছে,,,,,
(১)
قال العقيلي رحمه الله :
ليس لهذا الحديث أصل من حديث ثقة ، ولا من وجه يثبت
ইমাম উকাইলি বলেন, এই বর্ননার নির্ভরযোগ্য কোন ভিত্তি নেই।
" الضعفاء الكبير " (3/52)
(২)
ইবনুল জাওযী এটাকে জাল বর্ননা বলেছেন।
هذا حديث موضوع على رسول الله صلى الله عليه وسلم
" الموضوعات " (3/191)
(৩)
وقال الذهبي : قلت : ذا موضوع
ইমাম যাহাবী এটাকে জাল বলেছেন।
(৪)
وقال الدارقطني : منكر الحديث
ইমাম দারাকুতনী এটাকে মুনকার হাদীস বলেছেন,
(৫)
قال الشيخ الألباني رحمه الله - : موضو ع
আলবানী রহিমাহুল্লাহ এ জাতীয় বর্ননা কে জাল বলেছেন,
" السلسلة الضعيفة " (رقم/6178، 6179)
আল্লাহ ভালো জানেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.