প্রতিনিধি ১৪ আগস্ট ২০২০ , ২:০৯:০৯ প্রিন্ট সংস্করণ
মো.তুহিন ফয়েজ:
মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনকল্পে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ ঘটিকায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক গোলাম রাব্বানী পাপ্পু।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আঃ ছাত্তার, ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আঃ শুক্কুর মৃধা, আওয়ামী লীগ নেতা আঃ ছাত্তার, মনির হোসেন সেন্টু, সাখাওয়াত হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিপন মল্লিক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, মোফাজ্জল হোসেন মেম্বার, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন মাস্টার, ইকবাল হোসেন, নেয়ামত উল্লাহ মল্লিক, আবু বকর, সুনু প্রধান, মোঃ আলাউদ্দিন, ইউসুফ বেপারী প্রমুখ। এসময় ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় শোক দিবস পালনকল্পে সবধরনের প্রস্তুতি নেওয়ার ব্যাপারে উপস্থিত নেতৃবৃন্দ মতামত ব্যক্ত করেন। ১৫ আগস্ট শনিবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নূরুল আমিন রুহুল এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাড. রুহুল আমিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস’সহ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলেও জানানো হয়।