প্রতিনিধি ১৫ আগস্ট ২০২২ , ১২:৩৯:৩৭ প্রিন্ট সংস্করণ
তাদেরকে ঘৃণা করি যারা ইতিহাস কলঙ্কিত করলো ।বাংলাদেশের স্বাধীন স্বপ্নদ্রষ্টা বাঙালির,মহানায়ককে হত্যা করলো কুচক্রীর মহল। জাতী হলো পিতৃশূন্য,জাতিকে করলো বিশ্বের বুকে ঘৃণিত,জীবন যখন হারায় পথের গতি যুগে যুগে জন্ম নেয় হন্তারক মীরজাফর ১৫ আগষ্ট রক্ত ঝরা নিদারুণ মর্মান্তিক দিন জাতীর শোক দিবস,শোক বিহ্বল অনুতাপের দিন।
বাঙালি জীবনের বেদনার মাস।আজ ১৫ আগষ্ট জাতীর জনক, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে ঘাতকরা নির্মমভাবে হত্যা করে,বাঙালীকে শোকের সাগরে ভাসিয়ে এক ঘৃনিত ইতিহাস রচনা করে। তাই আজ ১৫ আগস্ট সারা দেশের ন্যায় হিজলা উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন বঙ্গবন্ধুর মুরালে পুষ্প প্রদান করে শ্রদ্ধা জানান।
হিজলা উপজেলার আওয়ামী লীগের পুস্প প্রদান ও শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন ঢালী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হিজলা গৌরব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মিলন, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন, ছাত্র লীগের সভাপতি, মোঃ সোলাইমান, সাধারণ সম্পাদক আজাদ, গুয়াবাড়িয়া ইউনিয়ন পুর্বের সভাপতি মোঃ মোস্তফা কামাল সাদ্দাম সহ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী দায়িত্বশীল বৃন্দ।