প্রতিনিধি ১০ আগস্ট ২০২০ , ৮:২৪:৪০ প্রিন্ট সংস্করণ
শেখ রুবেল অাহম্মেদ-সুজানগর উপজেলা প্রতিনিধি:
১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে সুজানগর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আজ সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলীর সভাপতিত্বে সুজানগর উপজেলা মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিহ ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: শাহীনুজ্জামান শাহীন।
আলোচনা অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাত্রে জাতির পিতার পরিবারের যে সকল সদস্য ও আত্মীয়-স্বজন শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির সহ অন্যান্য নেতৃবিন্দু ।