• ময়মনসিংহ বিভাগ

    ১১ বছরেও সন্ধান মেলেনি নিখোঁজ কৃষক খালেকের : উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলন

      প্রতিনিধি ২৭ মার্চ ২০২২ , ৫:১৮:২৭ প্রিন্ট সংস্করণ

    সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ

    দীর্ঘ ১১ বছরেও সন্ধান মেলেনি জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিখোঁজ হওয়া কৃষক আব্দুল খালেক ফকিরের। নিখোঁজ পিতার সন্ধান ও অপহরণ কারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ছেলে মিজানুর রহমান। রবিবার দুপুরে সরিষাবাড়ী প্রেসক্লাব হল রুমে এ সংবাদ সম্মেলন করেন তারা।

    নিখোঁজের ছেলে মিজানুর রহমান লিখিত বক্তব্যে বলেন, উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া (ধোপাদহ) গ্রামের কৃষক আমার বাবা আব্দুল খালেক ফকিরের ৭৬ শতক জমি প্রতিবেশি জবর দখল করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

    বিরোধের কিছুদিন পরই ২০১১ সালের ৬ জানুয়ারি খালেক ফকির নিখোঁজ হন। এ ব্যাপারে ১৬ জানুয়ারি থানায় তার পরিবার জিডি করে। দীর্ঘদিনেও জিডির কোনো অগ্রগতি না হওয়ায় চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি আদালতে

    অপহরণ ও গুমের অভিযোগে মামলা করা হয়। যা বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। এদিকে বিরোধপূর্ণ জমিতে গেলে বাবার মতো সন্তানদেরও গুম-খুনের হুমকিসহ মামলা প্রত্যাহার করতে চাপপ্রয়োগ করছে বলে মিজানুর রহমান অভিযোগ করেন।

    তার বাবাকে মৃত বা জীবিত উদ্ধারসহ অপহরণ কারীদের শাস্তির দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নিখোঁজের স্ত্রী মর্জিনা বেগম, মেয়ে ঝিনুক আক্তার, পুত্রবধূ নার্গিস বেগম, ভাতিজা ইদ্রিস, কামাল হোসেন প্রমুখ।

    এ ব্যাপারে জামালপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম বলেন, মামলাটি আদালত পিবিআইকে তদন্তের আদেশ দিয়েছেন। মামলাটি যেহেতু নতুন, কিছুদিন হলো তদন্ত শুরু করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ