প্রতিনিধি ৫ অক্টোবর ২০২৪ , ৯:১৭:২৫ প্রিন্ট সংস্করণ
চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ চেয়ে দীর্ঘ ১২ ধরে চলমান আন্দোলনের অংশ হিসেবে এবং অন্তবর্তীকালীন সরকার গঠনের পর সরকার পক্ষকে একাধিক বার আবদেনের প্রেক্ষিতে রকার একটি কমিশন গঠণ করেন এবং উক্ত কমিশন দ্রুত ৩৫ এর প্রজ্ঞাপন দানে মানববন্ধন আজ (০৩/১০/২০২৪, বৃহঃপতিবার , ১২.৩০ মিনিট) উক্ত, কমিশনের সাথে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ এর সম্মানিত আহ্বায়ক শরিফুল হাসান শুভ, সদস্য সচিব : মোহাম্মদ রাসেল ; যুগ্ম আহ্বায়ক : সোহেল আমিনসহ একটি প্রতিনিধি টীম জনপ্রশাসন মন্ত্রণালয়ের আহ্বানে বয়সসীমা বৃদ্ধি কমিটির সাথে সাক্ষাৎ করেন এবং ৩৫র দাবি বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রনালয়ের সভাকক্ষে জরুরি মিটিং করেন৷
উক্ত, মিটিং এ জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং বাংলাদেশ জামায়াত ইসলামী এর আমির এর পক্ষ থেকে ৩৫ দাবীকে যৌক্তিক হিসেবে সুপারিশকৃত ফাইল ও ৩৫ এর যৌক্তিকতা, বাস্তবতা তুলে ধরেন এবং তথ্য উপাত্ত সম্বলিত সুপারিশকৃত ফাইলটি কমিশনের কাছে হস্তান্তর করেন৷
এমতবস্হায়, কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন দ্রুত সময়ের ভিতরে
(৭ কর্মদিবস) চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ এর বিষয়টি সুপারিশ আকারে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় (সরকার) বরাবর প্রেরণ করবেন৷ দ্রুত সময়ের ভিতরে প্রজ্ঞাপণ আকারে সরকার যেন দাবীটি বাস্তবায়ন করবেন সে বিষয়ে তারা আশ্বস্ত করেন।
এমতাবস্থায়,চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীদের পক্ষ থেকে টিম বয়সসীমা বৃদ্ধির কমিশনকে আহ্বান ও কড়া বার্তা দেওয়া হয় যেন কোনভাবেই চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর নিচে না হয় সে বিষয়ে যৌক্তিকতা ও বাস্তবতা তুলে ধরেন এবং কোন কোন বিষয়ে উন্মুক্ত বয়সসীমা রাখার জন্য সুপারিশ করেন৷
মূলত, শিক্ষার্থীদের ২টি দাবী ছিলো
০১. মিথ্যা মামলা প্রত্যাহার
০২. ৩৫ এর প্রজ্ঞাপন
ইতোমধ্যে আমাদের আবেদনের প্রেক্ষিতে সরকার পক্ষ থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা বাদী, অতি দ্রুত সময়ে সরকার প্রধান ৩৫ এর প্রজ্ঞাপন জারীর মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘ দিনের চাওয়া পূরণ করবেন৷ বিঃদ্রঃ ৩৫ দাবী প্রজ্ঞাপন বাস্তবায়নে ১০ অক্টোবর ২০২৪ পর্যন্ত সরকারকে আলটিমেটাম নতুবা ২২ অক্টোবর ২০২৪ ডু অর ডাই শিক্ষার্থী মহাসমাগম এর ডাক দিয়েছে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ।
আহ্বায়নে
মোঃ শরিফুল হাসান শুভ
আহ্বায়ক
চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি
০১৭১২-৭৮২৩০৫
মোহাম্মদ রাসেল
সদস্য সচিব
চাকরিতে আবেদনরে বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি
0 171845 6841
সার্বিক সহযোগিতায়
খাদিজা খাতুন মুক্তা
৩৫ প্রত্যাশী
০১৫১৮-৯৫৫০৫৭