প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২১ , ১২:১৮:৩৪ প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া জেলার কুমার খালী উপজেলা চাঁপড়া ইউনিয়ানে কালীনদী থেকে অবৈধ ভাবে বালি উতলোন। হ্মমার দাপট দেখিয়ে দিন রাত ভর বালী তুলছে আলাল ও তার বাহিনী।অবৈধ ভাবে বালী উতলনের সাথে জরুতো আছে মাদক ব্যবসায়িক নানা অপকর্মে মাথা দুই তিন টা মামলার আসামি মো: আশরাফুল ইসলাম কালু।এবারী প্রথম নয় এর আগেও অবৈধ ভাবে কালি নদী থেকে বালী উওোলন করে বালী বিক্রয় করেছে আলাল ও তার বাহিনী।কালি নদী থেকে বালী উত্তোলন করে অনেকের পুকুর ভরাট করে ৫ লাখ ৪লাখ করে টাকা নেই।এবার নতুন কাজ ধরে কালী নদী থেকে অবৈধ ভাবে বালী উওোলন করছে আশরাফুল ইসলাম কালু ও আলাল। আশরাফুল ইসলাম কালু ও আলাল এর কাছে বালী উতলোন কথা জানতে গেলে। আলাল ও আশরাফুল ইসলাম কালু বলে আমরা কি জনগণের বাপের জায়গা কেটে বিক্রয় করছি।এর জন্য কেনো সবার এত মাথা ব্যাথা।তাদের সাথে কথা বলতে গেলে নানা ভাবে গালী গালাস করতে থাকে।আশাীরাফুল ইসলাম কালু নদীর থেকে অবৈধ ভবে বালী উতলোন নায়, মাদক ব্যাবসা থেকে শুরু করে নানা অপকর্মে চালিয়ে যান।