হৃদয়ে রক্তক্ষরণের চেয়ে কান্না আমার প্রিয়।
ইসলাম আকাশ।
কান্না আমার বেশি প্রিয়।
চক্ষুদ্বয়ের প্রান্ত বেয়ে দুঃখ-কষ্ট, মান-অভিমান, আবেগ, একাকীত্ব যখন নির্ঝর হয়ে ঝরে পড়ে, হৃদয় তখন এক অনাবিল প্রশান্তির সহচর্যে সঞ্জীবিত হয়।
তিক্ত বেদনাগুলো মনোরম বৃষ্টি হয়ে শুষ্ক হৃদয়কে ভিজিয়ে দেয়।
বিষাদ বীণার মহুরিতে ভিড় জমায় আত্মভোলা সব সংগীতের অভিরুপ সুর । সঘন আকাশের মেঘপুঞ্জরা নৈঃশব্দ্যে হারিয়ে যায়। হৃদয়াকাশে দেদীপ্যমান হয়ে ওঠে জোছনামাখা চাঁদ।
মিটমিট তারকারা আলোকময় সান্ত্বনার হাতছানি দেয়। চক্ষুসীমানার বাঁধ ভেঙে আমি তা অনুভবের অপূর্ব স্বাদ নেই।
গণ্ডদেশ বেয়ে বিষাদের বিষমাখা অশ্রুফোটা যখন বক্ষদেশে নিপতিত হয়, বিদঘুটে বেদনার সমুদ্রসম জল থেকে মুক্তি পাওয়ার জাজ্বল্যমান তৃপ্তিরা ছুটে আসে আমার মনপাড়ায়।
অনুকম্পিত আঙুলের ছোঁয়ায় যখন তা অনুধাবন করি কোন তন্বী তরুণীর উষ্ণ পরশের বিমুগ্ধতা যেন আমায় জড়িয়ে ধরে।
ইচ্ছে করে আরো কিছুটা ক্ষণ কাঁদি। আঁখিজল এখনই না ফুরাক। সমবেদনার ঝুড়ি হাতে অতি নিকটে কেউ না আসুক।
স্মরণ করতে চেষ্টা করি কিছু মন খারাপের গল্প। একাগ্রচিত্তে হাতড়িয়ে খুঁজি কান্না বৃদ্ধির কিছু করুণ দৃশ্য।
কিন্তু এ পাষাণ অন্তরকে কান্নারা খুব বেশি দ্রবীভূত করতে সক্ষম হয়না। মোহিতকর এ আনন্দগুলোর সান্নিধ্য থেকে অনেক বেশি বঞ্চিত থাকি।
যদিও বেদনাচ্ছন্ন প্রহরগুলো আমার জীবনে প্রবল। কেবল চোখের জলটাই একটু কম।
অনীহা সত্ত্বেও কেন যেন তাই খুব হাসি আমি...।।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.