• বরিশাল বিভাগ

    হিজলা উপজেলা পরিষদ নির্বাচনে চাচা ভাতিজা একে অপরের প্রতিপক্ষ

      প্রতিনিধি ১৪ মে ২০২৪ , ৮:৪৭:৫৪ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    বরিশাল জেলার হিজলা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে,এর মধ্যে রয়েছে হিজলা উপজেলার সাবেক প্রায়াত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন ঢালীর এক মাত্র ছেলে মোঃ নজরুল ইসলাম রাজু ঢালী,তিনি চিংড়ি মাছ প্রতিক নিয়ে ভোটের মাঠ চুষে বেড়াচ্ছেন। সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম বেলায়েত হোসেন ঢালীরই আপন ভাই এবং নজরুল ইসলাম রাজু ঢালীর আপন চাচা মোঃ দেলোয়ার হোসেন ফারুক ঢালী আনারস প্রতিক নিয়ে চাচা বাতিজা একে-অপরের প্রতিদ্বন্দ্বী হয়েছেন।

    চাচা বাতিজার মধ্যে কে এগিয়ে, এই প্রশ্নের উত্তর নির্বাচনের পরে জানা গেলেও প্রচার প্রসারের উপর অনুমান করে এখন পর্যন্ত এতটুকু বলা যায় যে,চাচার আনারস থেকে বাতিজার চিংড়ি মাছ মার্কা অনেকটাই এগিয়ে রয়েছে। কারন হিজলা উপজেলার সব জায়গায় এখন পর্যন্ত আনারস মার্কার লিফলেট, পোষ্টার এবং ওয়ার্কিং পৌঁছেনি। এ ছাড়াও অনলাইন অফলাইনে তাদের তেমন কোন প্রচারণাও নজরে পরেনি।অনলাইন অফলাইন প্রচার এবং ওয়ার্কিংয়ে চিংড়ি মাছ মার্কার ধারেকাছেও নেই চাচার আনারস।

    ওই দিকে হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সুলতান মাহমুদ টিপু শিকদার মোটরসাইকেল প্রতিক নিয়ে নির্বাচনের মাঠে থাকলেও তার আপন ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলতাফ মাহমুদ দিপু সিকদার ঘোড়া প্রতিক নিয়ে বেশ শক্তিশালী হয়ে নির্বাচনী এলাকা চুষে বেড়াচ্ছে। তা ছাড়াও হিজলার বাঘা বাঘা আওয়ামী নেতারা রয়েছে দিপু সিকদারের ঘোড়ার সাপোর্টে।যেমন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও হিজলা গৌরব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ নজরুল ইসলাম মিলন,বরিশাল জেলা পরিষদের সদস্য পন্ডিত মোঃ শাহাবুদ্দীন সহ প্রমুখ।

    জানা গেছে তারা আপন দুই ভাই একে অপরকে মোটেও ছাড় দিবেননা। ভোটের মাঠের প্রচার প্রসারের চিত্র দেখে বলা যায় যে,আলতাফ মাহমুদ দিপু সিকদারের ঘোড়া মার্কা খুব শক্তিশালী হয়ে নির্বাচনের মাঠে অবস্থান করছে। ঘোড়া মার্কার অনলাইন অফলাইনে প্রচার প্রসারও রয়েছে বেশ তুঙ্গে। সে হিসেবে বলা যায় ঘোড়া মার্কা এখন পর্যন্ত বেশ শক্ত অবস্থানে রয়েছে। সম্প্রতি সময় দিপু সিকদারের আপন বড় ভাইয়ের মোটরসাইকেল মার্কার প্রচার প্রসারও বেশ পাল্লা দিয়ে চলছে।তবে কে জয়ের মালা পরবে,সেটা আগামী ২১ মে নির্বাচনের মাধ্যমেই বুঝা যাবে।

    চাচা বাতিজা ও আপন দুই সহোদর ভাই ছাড়া আরও একজন প্রার্থী রয়েছে যিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি হলেন মোঃ হাফিজুর রহমান (সার্জেন্ট মাহমুদ) তার মার্কা হলো হেলিকপ্টার। ইতিমধ্যে তিনিও নির্বাচনের মাঠে আলোচনায় রয়েছে। এবং ভোটারদের ধারে ধারে ঘুরছেন।
    নির্বাচন নিয়ে সকলের প্রত্যাশা, একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে এবং ভোটাররা ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থী বেছে নিবেন। সময় যত ঘরাচ্ছে রাজনীতির মাঠও তেমন জমজমাট হচ্ছে। প্রার্থীরাও ভোটারদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ