• বরিশাল বিভাগ

    হিজলায় বরিশাল জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলেন পন্ডিত শাহাবুদ্দীন আহমেদ

      প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২২ , ৪:৩০:৪৮ প্রিন্ট সংস্করণ


    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    বরিশাল জেলা পরিষদ নির্বাচনে ০৬ নং হিজলা ওয়ার্ডে সাধারণ সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে পরাজিত করে পন্ডিত সাহাবুদ্দিন আহম্মেদ স্বতন্ত্র ভাবে বিজয়ী হয়েছে। জেলা পরিষদ নির্বাচনে হিজলা ৬ নং ওয়ার্ডে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উক্ত ওয়ার্ডে মোট ৮১ জন ভোটার রয়েছে। তার মধ্যে ৮০ জন ভোটারের সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পন্ডিত শাহাবুদ্দিন আহম্মেদ তালা প্রতিক নিয়ে ৩০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বরিশাল ৪ আসনের মাননীয় সংসদ সদস্য পংকজনাথ এমপি সমর্থিত মোঃ ফারুকুল ইসলাম সরদার টিউবওয়েল প্রতিক নিয়ে পেয়েছেন ২৫ ভোট ও আওয়ামী লীগ সমর্থিত কাজী কামরুজ্জামান সাইলু হাতী পতিক নিয়ে পেয়েছেন ২৫ ভোট। বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান পদে মহানগর আওয়ামী লীগ এর সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম বিনা প্রদ্বিন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কারণে সরকারী হিজলা কলেজ কেন্দ্রটিতে শুধু মাত্র সদস্য ও সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদের ভোট অনুষ্ঠিত হয়। হিজলায় এই প্রথম নজির বিহীন নিরাপত্তার বেষ্টুনিতে জেলা পরিষদের সদস্য নির্বাচন অনুষ্ঠিত হল। নির্বাচনে দায়িত্বে ছিলেন ১জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সমাপ্তি রায় ও ১জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মওদুদ আহম্মেদ। নিরাপত্তার দায়িত্বে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংখ্যক র‌্যাব, ডিবি, পুলিশ ও আনছার বাহিনীর সদস্য। এই ভোট ইভিএমে অনুষ্ঠিত হয়েছে।
    পন্ডিত শাহাবুদ্দীন আহমেদ এর বিজয়ে হিজলা উপজেলার সকল স্তরের মানুষ আনন্দ প্রকাশ করেছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ