• বরিশাল বিভাগ

    হিজলায় গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

      প্রতিনিধি ২১ মার্চ ২০২২ , ২:৪৮:১৪ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    আত্ম হত্যা মহা পাপ,ইসলামে রয়েছে আরো জটিল ধমক, কিন্তু কে শুনে ধর্মের কথা? দুঃখ কস্ট বা কোন চাপে পরে প্রতি দিন বেড়েই চলছে আত্মহত্যার সংখ্যা, কেউ বিশ প্রয়োগের মাধ্যমে কেউবা ফাসির মাধ্যমে। কেউ বা অন্য কোন পন্থায়,এমনই একটি ঘটনা ঘটে বরিশালের হিজলা উপজেলার ৫নং হিজলা গৌরবদী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে চরকুশুরিয়া গ্রামের মোঃ শামসুদ্দীন দালালের ছেলে মোঃ মিলন দালাল নামের এক যুবক (২১ মার্চ) প্রায় ১.৩০মিনিটের সময় নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করছেন।

    যখন তার পরিবার মিলনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলেন ,এবং চিৎকার করলেন, তখন আশপাশের লোকজন জড় হন,এবং থানায় খবর দেন। উক্ত ঘটনা জানতে পেরে তৎক্ষনাৎ হিজলা উপজেলার পুলিশ টিম ঘটনাস্থানে উপস্থিত হন। এসে ঝুলন্ত লাশ নিজ ঘড়ের আড়ার থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। কি কারণে মিলন ফাঁস দিয়েছে তা জানা যায়নি। কেউ যদি এর সাথে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান হিজলা উপজেলার কর্মরত পুলিশ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ