আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:
বরিশালের হিজলা উপজেলার থানা সংলগ্ন খুন্না বাজারের ব্যবসায়ী তারেক সুজ এন্ড কসমেটিকস এর মালিক মোঃ তারেকের উপর গত কাল (২২ এপ্রিল) শুক্রবার বিকাল ৫ টার সময় সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। উক্ত ঘটনা সম্পর্কে ব্যবসায়ী তারেক খান বলেন, গতকাল বিকেলে তার দোকানের পার্শ্ববর্তী গ্রামের রিপন জুতা ক্রয় করতে আসে এক পর্যায়ে জুতা ক্রয় বিক্রয় নিয়ে ক্রেতা বিক্রেতা উভয়ের মাঝে তর্ক বিতর্ক হয় , ব্যবসায়ী তারেক আরও বলেন, এর পর রিপন খান বের হয়ে যান পরে তার স্ত্রী ইউপি সদস্য মোসাঃ শিল্পী বেগম সহ ১০/১৫ জন ভারাটে সন্ত্রাসী নিয়ে এসে তার উপর হামলা চালায়। এবং দোকান লুটপাট করে বলেও অভিযোগ করে তারেক।
এ ঘটনার প্রতিবাদে খুন্নার বাজারের সমস্ত ব্যবসায়ী এক জোট হয়ে হামলার পরের দিন (২৩ এপ্রিল) শনিবার সকাল ৯ টার সময় সকল দোকান বন্ধ রেখে হামলা কারী সন্ত্রাসীদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, এ ঘটনার সুস্থ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় না আনা হলে আরও বড় কর্মসূচি নিতে বাধ্য হবো।পরে হিজলা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস মিয়া ব্যবসায়ীদের বলেন প্রশাসন উক্ত ঘটনার সুস্থ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে। এর পর ব্যবসায়ীদের সান্ত হবার আহবান জানান। এবং দোকান খুলতে বলেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.