প্রতিনিধি ১০ মার্চ ২০২২ , ৫:০০:১১ প্রিন্ট সংস্করণ
আঃকাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:
হিজলা উপজেলায় খুন্না বাজারের পশ্চিম প্রান্তে (১০ মার্চ) বৃহস্পতিবার বেলা ১টা ১৫ মিনিটের সময় রাস্তার পাসে থাকা গাছের সাথে থাক্কা খেয়ে অটো বাইকের ড্রাইভারসহ আহত হয়েছে মোট ৩ জন। এক্সিডেন্টের সময় ইজিবাইকটি উলটিয়ে রাস্তার পাসে থাকা গাছের সাথে থেমে থাকলেও পুকুরের মধ্যে পরে যায় ড্রাইভার, এক মহিলা এবং সাথে থাকা এক অবুঝ শিশু। এ সময় স্থানীয় লোকজন আহতদের পানির থেকে উঠিয়ে হিজলা উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান
আহতদের মধ্য থেকে মা শিশুর অবস্থা বেশি গুরুতর না হলেও ড্রাইভারের অবস্থা খুবই আশংকাজনক । হিজলা উপজেলার ইজিবাইক মালিক সমিতির সভাপতি মোঃ নান্নু দেওয়ান জানান, অটোতে থাকা মা শিশু কিছুটা সুস্থ হলেও ড্রাইভার মারাত্মক ভাবে এক্সিডেন্ট করেন,তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত ডাক্তারগন মাথায় সাতটি সিলাই দেন। কিভাবে দূর্ঘটনা কিভাবে হয়েছে জানতে চাইলে নান্নু দেওয়ান বলেন রাস্তার পাসে এক পাগলি মহিলা গোলমাল করছিল সে দিকে দেখতে থাকার কারনেই এই দূর্ঘটনার সুত্রপাত হয়।