• সারাদেশ

    হিজলায় নিপু শিকদারের স্মরনে নাগরিক শোক সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২০ জুন ২০২৩ , ৫:২২:২৫ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    বরিশালের হিজলা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু শিকদারের ছোট ভাই গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তালাৎ মাহমুদ নিপু শিকদারের স্মরনে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ ২০ জুন মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় কাউরিয়া কলেজ ভবনের দোতালায় উক্ত নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়।এতে হিজলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্বশীল বক্তব্য রাখেন,বক্তারা তাদের বক্তব্যে মরহুম তালাৎ মাহমুদ নিপু শিকদারের স্মৃতি চারন করেন এবং মরহুমের মাগফিরাত কামনা করেন।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সুলতান মাহমুদ টিপু শিকদার। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার,সার্জেন মাহমুদ, সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানের শেষের দিকে, মরহুম তালাৎ মাহমুদ নিপু শিকদারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।দোয়া মোনাজাত শেষে আগত লোকদের জন্য তবারকের ব্যবস্থা করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ