প্রতিনিধি ৪ মে ২০২৩ , ৮:১২:১৬ প্রিন্ট সংস্করণ
আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:
বরিশালের হিজলা উপজেলা সহ বিভিন্ন উপজেলায় ইরিধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা ইতিমধ্যে সোনালী ফসল ধান কাটায় ব্যস্ত। এবং মুখেও হাসি। আজ ৪ মে বৃহস্পতিবার হিজলা উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, কৃষকরা ইরিধান কাটার কাজে ব্যস্ত সময় পার করছে।কৃষকদের কাছে জানতে চাইলে তারা বলেন,অনেক বছর পরে এবার ইরিধানে তুলনা মূলক বেশি লাভের আশা করছি।
তারা আরও জানান, ইরিধানের বাম্পার ফলন হলেও বর্তমানে ইরিধান তোলার সবচেয়ে বড় প্রতিবন্ধক হলো বৃষ্টি। বৃষ্টি ধারাবাহিক ভাবে হতে থাকলে লাভের পরিবর্তে লোকসানের কবলে পরতে পারেন কৃষকরা। তাই ঝর বৃষ্টিই বড় মাথা ব্যথা কৃষকদের। হিজলায় আজ ও গত কাল বৃষ্টি হওয়ায় ধানের কিছু জমিতে পানি জমিয়েছে, যা কৃষকদের জন্য দুশ্চিন্তার কারন।