আঃ কাদের কারিমী -বরিশাল জেলা প্রতিনিধি:
৭ জুলাই রবিবার দুপুর ২.৩০ মিনিটের সময় হিজলা উপজেলার দুর্গাপুর সংলগ্ন দারুল উলূম আশরাফিয়া মাদরাসার মাঠ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানা গেছে মাওলানা আবুবকর সিদ্দিক হামিদী, বাংলাদেশ মুজাহিদ কমিটি হিজলা উপজেলা শাখার সদর হিসেবে প্রায় ৩৫ বছর দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি হরিনাথপুর কওমি মাদ্রাসা, কাসিমুল উলুম ইসলামিয়া মাদ্রাসা সহ একাধিক মাদ্রাসায় খুব দক্ষতার সাথে শিক্ষকতা করেন।
এছাড়াও হিজলা উপজেলার মৌলভীর হাট কেন্দ্রীয় জামে মসজিদে প্রায় ৪০ বছর যাবত সুনামের সাথে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন, জানা গেছে তিনি বাতিলের সাথে কখনো আপোষ করেনি, বেদয়াতের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন।
কিন্তু তিনি গত ২০ জুন পবিত্র হজ পালন কালে মক্কার পবিত্র ভূমিতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) এরপরে সেখানেই তাকে কাফন দাফন করা হয়। মাওলানা আবু বকর সিদ্দিক হামিদীর মৃত্যুতে হিজলায় বয়ে গেছে শোকের ছায়া। প্রিয় ব্যক্তিকে হারিয়ে যেন অসহায় হয়ে পড়েছে আলেম-ওলামা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
অনেকে আবার প্রিয় অভিভাবককে হারিয়ে হয়ে গেছে কিংকর্তব্যবিমূঢ়।
আর তারই রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে মরহুমের ভক্তবৃন্দ, সাগরেদ,বন্ধুবান্ধব মুহিব্বীন,এক কথায় সর্বশ্রেণীর মানুষ একত্রিত হয়ে তার রুহের মাগফেরাত কামনা করেন।এতে দোয়া পরিচালনা করেন,উস্তাজুল আসাতিজা আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব( বড় হুজুর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক, জনাব মোঃ মাহবুব আলম (মানিক) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আনোয়ার হোসেন মৃধা।
এতে সভাপতিত্ব করেন,বাংলাদেশ মুজাহিদ কমিটি উপজেলা শাখার ভারপ্রাপ্ত সদর মাওলানা আখতার হোসেন, দোয়া অনুষ্ঠানে হুজুরের সংগঠনের দায়িত্বশীল,সাগরেদ বৃন্দ স্মৃতিচারণ করেন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ মুজাহিদ কমিটি, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.