প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২২ , ৫:২৪:২৯ প্রিন্ট সংস্করণ
হিংস্র
কলমে-সাগর আহমেদ
হিংস্র মানুষ তোরা জানোয়ার সমান,
দিনে দিনে ক্ষনে ক্ষনে দিস তার প্রমান!
লাথি দিস পেটে পেটে খাচ্ছি তো আমি খেটে,
তবু কেন করিস তুই আমায় অপমান,
হিংস্র মানুষ তুই জানোয়ার সমান!
রক্ত ও ঘামে গড়া অট্টালিকায় বসে
খাচ্ছিস জনতার হকটাকে চুষে চুষে,
আসবে এমন দিন পালাতে পারবি কি?
শরীর টা যাবে পঁচে মাংস পড়বে খসে!
তোরা আজ সুরক্ষা নিয়ে যত ভাবছিস,
প্রাইভেট কারে করে রাস্তা তে চলছিস!
কুত্তা বিলাই গুলো রাস্তাতে ছেড়ে ছুড়ে
মারছিস শ্রমিক গুলোকে আজ পুড়ে পুড়ে!
এক দেশে কতবার আগুন লাগাবি আর,
এখনো থামেনি ধ্বস সেই রানা প্লাজার!
চারিদিকে পাই শুধু লাশ পঁচা গন্ধ
বছরটা কেটে গেল স্কুলও বন্ধ!
সবার জীবন আজ থমকে দিয়েছিস তুই,
আমার কি সাধ্য তোর নামে কথা কই!
বুলডজারের চাপে ভেঙে যায় স্বপ্নরা
খুধার জ্বালায় কাঁদে কতোগুলো আধমরা!
কেঁদোনা
কেদোনা গো তোমরা তোমাদের দোষ নেই,
রাত শেষে সূর্যটা সকালে তো উঠবেই!
আসবেই আজ বা কাল সে তো আসবেই,
নজরুল আসলে তোমাদের ভয় নেই!
বিদ্রোহী কন্ঠে করবে সে প্রতিবাদ ,
পিছিয়ে যাস না তোরা মিলাস সে হাতে হাত!
আজকে হয়তো দিবো আমি শান্তির ঘুম,
সকালে জানবি তোরা সাগর হয়েছে গুম!
ভয় নেই থামিস না কর এর প্রতিকার,
কন্ঠ আমার আজ নিষ্পাপ জনতার!
মুছে ফেল দেশ থেকে অবিচার অনাচার,
যেদিন জিতবি তুইও পাবি জয় জয়কার!
জেনে রাখ বুঝে রাখ পাবি তার প্রমান
হিংস্র মানুষ তারা জানোয়ারের সমান!