প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২১ , ২:০৩:৪১ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্কঃ
রাজধানীর বনশ্রীতে বাসের ধাক্কায় আহত অটোরিকশা যাত্রী ফাতেমা আকতার পান্না (৩৫) মারা গেছেন। রোববার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসাধীন তার মৃত্যু হয় দুর্ঘটনায় আহত তার দুই সন্তান শাকিল (১২) ও সাকিব (১৫) একই হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিন সকালে বনশ্রীতে অছিম পরিবহণের একটি বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক স্বপন (৩০) নিহত হন। গুরুতর আহত হন ফাতেমা ও তার দুই সন্তান। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন মারা যান ফাতেমা।
খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার সাহা বলেন, বনশ্রীর ফেমাস হাসপাতালের সামনে অছিম পরিবহণের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালক নিহত হন। আহত একই পরিবারের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন ফাতেমা নামে এক নারীর মৃত্যু হয়।
এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সিএনজিচালিত অটোরিকশা নিয়ে উত্তরায় বোনের বাসায় যাচ্ছিলেন ফাতেমা আক্তার। বনশ্রীতে একটি বাস অটোকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।চিকিৎসকের বরাতে তিনি বলেন, নিহত ফাতেমা আক্তারের দুই ছেলের অবস্থাও গুরুতর।