• সাহিত্যে

    “হাসতে কারো নেইকো মানা” কলমে-নিশাদ রত্না

      প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২১ , ১২:১৯:০১ প্রিন্ট সংস্করণ

    হাসতে কারো নেইকো মানা
    কলমে-নিশাদ রত্না

    জগত জুড়ে হাসির মেলা
    হাসছি দিবারাত্র,
    এমন হাসি হাসতে মোরা
    হইনি কেউ ছাত্র।

    হাসির কোন স্কুল নেই
    নেইকো পাশ -ফেল,
    হা হা হাসো হি হি হাসো
    কেউ দিবেনা জেল।

    নিমাই দাদুর আবার বিয়ে?
    হাসো হি হি,
    বিন্দিমাশির দ্বিতীয় বিয়ে
    করো ছিঃ ছিঃ।

    ছেলেরা চুলে ঝুটি বাঁধে
    হাসো হো হো,
    মেয়ের মাথায় বয়কাট চুল
    করো ছোঃ ছোঃ।

    হাসছো যখন হাসোই না ভাই
    নারী- পুরুষ কেনো ভেদ?
    হা হা হাসো হি হি হাসো
    ভুলে সকল ভেদাভেদ।