প্রতিনিধি ১৫ মে ২০২১ , ১২:২২:৪৭ প্রিন্ট সংস্করণ
শাকিল হোসেন স্টাফ রিপোর্টার:
নওগাঁয় অধুনিকতার ছোয়ায় দিন দিন হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার প্রাচীন কারুশিল্প হাতপাখা। হাতপাখা অতি প্রাচীন কারুশিল্প। কিন্তু বৈদ্যুতিক পাখা এসি, অথবা প্লাস্টিকের হাতপাখার দাপটে হারিয়ে যেতে বসেছে তাল পাতা, বাঁশের কঞ্চি, কাপড়ের হাতপাখা।
আবহমানকাল থেকে যখন বিদ্যুতের বালাইও ছিল না, তখন থেকেই মানুষের হাতপাখা। প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত নানাভাবে পাখার ব্যবহার চলছে। অতি গরমে বাতাসকে চলমান করে, গরম হাওয়া সরিয়ে অপেক্ষাকৃত শীতল হাওয়া প্রবাহের জন্য হাতপাখার ব্যবহার শুরু হয়।
পরবর্তী সময়ে রুপান্তরের ধারাবাহিকতায় হাতপাখা একটি অলস্কারিত শিল্পে সৌন্দর্য লাভ করেছে। প্রায় দশ বছর আগে উপজেলার বিভিন্ন গ্রামে হাতপাখার ব্যবহার লক্ষ করা গেলেও এখন আর লক্ষ করা যায় না। হাতপাখার সাহায্যে যতটা হাওয়া বওয়ানো যায়, তার চেয়ে বড় জায়গা ঠাণ্ডা রাখতে ভিন্ন প্রযুক্তির প্রয়োজন দেখা দিল।