• চট্টগ্রাম বিভাগ

    হারানো সংবাদ’ পলকের সন্ধান চাই পরিবার

      প্রতিনিধি ২৯ আগস্ট ২০২২ , ১০:৫৫:৩৪ প্রিন্ট সংস্করণ

    নামঃ আরাফাত হোসেন (পলক) পিতাঃ মোহাম্মদ কবির হোসেন। ছেলে-টি গত ২৩-০৮-২০২২ ইং তারিখ মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ০৭:০০ টার সময় লক্ষ্মীপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন স্টেডিয়াম রোড থেকে হারিয়ে যায়। ছেলেটি মানুষিক ভারসাম্যহীন বাগ প্রতিবন্ধী সারাদিন এদিক ওদিক এ গ্রাম ঐ গ্রাম ঘুরে বেড়ায়। তেমনিই মঙ্গলবার ও সে আগের নেয়ে বাসা থেকে বের হয় কিন্তু আজও ফেরেনি (পলক) তার বাসায় সন্তান কে হারিয়ে কান্যায় ভেঙ্গে পড়ছেন তার মা’ আহাজারি করছেন ছেলে কে ফিরে পাওয়ার,

    কিন্তু মিলছে না আরাফাত হোসেন (পলকের) কোনো খোঁজ।
    আরাফাত হোসেন পলকের মা জানান গত কয়েক বছর আগে পলকের বাবা মারা যায় পলক যেমন বাগ প্রতিবন্ধী তার এক’টি বোনও আছে আমার মেয়ে সেও মানুষিক ভারসাম্যহীন বাগ প্রতিবন্ধী। আপনার চলা ফেরার পথে যদি দেখে থাকেন তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।

    ০১৯৫৯৮৬৫৪৪১-০১৭২৮১৭৯৫২২

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ