প্রতিনিধি ৩ অক্টোবর ২০২০ , ১১:২৩:৫৬ প্রিন্ট সংস্করণ
কবিতাঃ- “হারানো দিনলিপি ”
লেখকঃ শিহাব আহম্মেদ
আমি একবার নয় বার বার খুঁজে ফিরি..
ছেলেবেলার সেই হারিয়ে যাওয়া দিনগুলি,
গোল্লাছুট কানামাছি এক্কাদোক্কার মুহুর্তটা!
নয়-দশ বছরের নেকামি ডানপিটে সময়টা।
আমার আমিতে অনেক খুঁজে ফিরি
ইতিহাস হয়ে যাওয়া জীবনের গল্প কথা আর
কৈশোরের চাঞ্চল্যতা এবং দুষ্টুমির মুহুর্তগুলো
যৌবনের রসে ভরা আবেগঘন সব কল্পণাগুলো।
আমি উঠতে বসতে খুঁজে ফিরি
চৌদ্দ পনেরো বছর বয়সের বখাটেপনা সময়টা,
সতেরো আঠারো বয়সের মনের প্রেম খেলাটা!
একুশ- বাইশের আর্তনাদ করা যৌবনের জোয়ার।
এখনো আমি অনেক খুঁজে ফিরি
ঘরের আনাচে কানাচে লুকিয়ে থাকা সুখগুলো,
ইতিহাস হয়ে যাওয়া মায়ের বকুনি-আদরগুলো!
পড়ার টেবিলে বড় ভাইবোনের শাসন বেত্রাঘাত।
আমি আবার খুঁজে ফিরি
হৈ-হুল্লোড়ের আড্ডায় মেতে উঠা নানারঙের দিন
উদ্দামতায় মেতে উঠা কর্ম চাঞ্চল্য সুখস্মৃতি গুলো!
চাকুরির ইন্টারভিউর স্বপ্নময় চোখের রঙিন সময়টা।