আহমাদুল্লাহ হাবিবী-স্টাফ রিপোর্টারঃ
১১১ টি দেশের অংশগ্রহণে মক্কায় অনুষ্ঠিত কিং আবদুল আজীজ হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকারী বাংলাদেশের হাফেজ সালেহ তাকরীমকে সংবর্ধনা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতৃবৃন্দ। সোমবার হাফেজ সালেহ তাকরিমের অধ্যয়নরত প্রতিষ্ঠান মারকাযু ফয়জুল কুরআনে সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃত্ব প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য ও দারুস সালাম থানা সভাপতি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতিকের প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ আবু ইউসুফ।
এ সময় তিনি বলেন, কুরআনের পাখি বিশ্ব জয় করে এসেছে। সৌদি আরবের রাষ্ট্রীয় আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগীতায় ৩য় স্থান অধিকার করে লাল-সবুজের পতাকাকে আরও মর্যাদা পূর্ণ করেছে । যা দেশবাসীর জন্য অত্যন্ত গৌরবের ও আনন্দের। আমরা তার উত্তোরত্তর শুভ কামনা করছি। মহান আল্লাহ যেন হাফেজ সালেহ তাকরিমকে দিয়ে দীনের আরও বড় বড় খেদমত কবুল করেন। তার শিক্ষক, পিতা-মাতা, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি আমরা কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি।
সংবর্ধনা প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দারুসসালাম থানা সহ-সভাপতি মুফতী মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজির আহমদ তালুকদার, ১০ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আবু হানিফ, যুব নেতা তানজিলুর রহমান, ছাত্রনেতা মোল্লাহ মুহাম্মদ আল-আমিন সহ প্রমুখ নেতৃবৃন্দ।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.