প্রতিনিধি ৩০ মে ২০২৩ , ৯:১৫:২২ প্রিন্ট সংস্করণ
মোঃ মিজানুর রহমান-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এরধারবহিকতায় মঙ্গলবার( ৩০মে) বাদ আসর ইউনিয়নের হাটিপাড়া গ্রামে ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম আম্বিয়ার সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান হেলালের সঞ্চালনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়।
শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বক্তাগন বলেন, ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামের সার্কিট হাউজে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। জিয়াউর রহমান জাতীয় সকল সংকটে দেশ ও জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করেন। মহান স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা, স্বাধীনতা যুদ্ধের ময়দানে বীরোচিত ভূমিকা এবং একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে তার অনবদ্য অবদানের কথা তারা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য হেদায়েতুল ইসলাম আইয়ুব, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসএম গোলাম হোসেন, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কবির হোসেন, দপ্তর সম্পাদক জসীম উদ্দিন, সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ সরকার, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মানিক মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হকসহ ইউনিয়ন বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।