হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জাহিদুর রহমান খোকন (৫৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পশ্চিম নুরপুরের শেখ দাউদুর রহমানের ছেলে।
শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৪ টায় নিজ বাড়িতে মারা যান তিনি। তিনি ৫-৬ দিন যাবত জ্বর ও অন্যান্য সমস্যায় ভুগছিলেন।
জাহিদুর রহমান খোকন দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। বর্তমানে তিনি সুতাং বাছিরগঞ্জ বাজারে একটি হোমিওপ্যাথিক চেম্বারে পল্লী চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তার ৫ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
এদিকে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়ায় শায়েস্তাগঞ্জ থানা ও সিভিল সার্জনকে বিষয়টি এলাকাবাসী অবগত করেন।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মুখলিছুর রহমান উজ্জল বলেন, মৃত্যু ব্যক্তির শরীরে তিন ঘণ্টা পর্যন্ত করোনাভাইরাস সচল থাকে। এর দেরি হলে পরীক্ষা করা যায় না। দেরিতে সিভিল সার্জন অফিস মৃত্যুর খবর পাওয়ায় উনার নমুনা নেয়া সম্ভব হয়নি।
শায়েস্তাগঞ্জ থানার ওসি তদন্ত আল মামুন জানান, আমরা এ বিষয়টি শুনেছি স্বাস্থ্যবিধি মেনেই উনার দাফন ও জানাযা অনুষ্ঠিত হবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.