• Uncategorized

    হতদরিদ্র ও শীতার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন সেনা কল্যাণ সংস্থা।

      প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২১ , ৮:৩৪:০৫ প্রিন্ট সংস্করণ

    হতদরিদ্র ও শীতার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন সেনা কল্যাণ সংস্থা।

    চলমান করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত মানুষের মাঝে সেনা কল্যাণ সংস্থার মাধ্যমে ত্রাণ বিতরণ করলেন অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।
    আজ (২৫ জানুয়ারী) সকাল ১১ টায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সেনা কল্যাণ সংস্থা রাওয়া কম্প্লেক্স এর মাঠে হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন। সেনা কল্যাণ সংস্থার কর্মীবৃন্দ ও ইউনিয়নের মেম্বার সহ আরো অনেকেই
    বিতরণের এই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- প্রতি বস্তায় ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি চিনি, ২কেজি লবণ ও ২টি সাবান।

    দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের জন্য ডিজিটাল দুনিয়ার অপার সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে বাংলালিংক। প্রযুক্তির মাধ্যমে জীবনযাত্রার পরিবর্তনে বিশ্বাসী অপারেটরটি ডিজিটাল যুগের চাহিদা পূরণে সক্ষম একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ার প্রচেষ্টায় নিয়োজিত। এটি নেদারল্যান্ডভিত্তিক সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান ভিওন লিমিটেড-এর একটি সহযোগী প্রতিষ্ঠান, যা নাসডাক ও ইউরোনেক্সটের তালিকাভুক্ত।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ