ফেনীর দাউদপুর ব্রীজ সংলগ্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি ড্রাইভার মাবুল হক এর পরিবারকে মৃত্যুকালীন অনুদান ও মেয়ের বিয়ে উপলক্ষে ফেনী জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
২৩শে ফেব্রুয়ারী বাদ মাগরিব ফেনী জেলা সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদের কার্যালয়ে নিহতের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন - ফেনী জেলা শ্রমিক লীগের সহসভাপতি ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হানিফ ও ফেনী জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি জিয়াউল আলম মিস্টার। নিহতের স্ত্রী মনোয়ারা বেগম ও মেয়ে ফারিয়া সুলতানা রিমা'র হাতে অনুদানের নগদ অর্থ বুঝিয়ে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন - ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এন এন জীবন সহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে গত ১৩ই আগস্ট ২০২০ ইং সকাল আনুমানিক ১০টায় ফেনীর দাউদপুল ব্রীজ সংলগ্ন স্থানে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত মাবুল হককে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.