• Uncategorized

    সড়ক দুর্ঘটনায় আমতলীর ব্যবসায়ী নিহত

      প্রতিনিধি ২৮ মে ২০২১ , ৩:৪৩:৫৯ প্রিন্ট সংস্করণ

    সড়ক দুর্ঘটনায় আমতলীর ব্যবসায়ী নিহত

    বরগুনার আমতলী পৌরসভার ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান কামরুল আজ সকাল এগারোটার সময়ে বরগুনার ফুলঝুরি ইউনিয়ন পরিষদের সামনের সড়কে প্রান-আরএফএল গ্রুপের একটি কাভারভ্যানের সঙ্গে মুখোমুখি মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন।
    শুক্রবার সকাল ১১ঘটিকার দিকে বরগুনা-বরিশাল মহাসড়কের সদরের ৩নং ফুলঝুড়ী ইউনিয়নের এলাকার খানবাড়ী নামক এলাকায় এ ঘটনা ঘটে।
    নিহত মোটরসাইকেলচালকের নাম কামরুজামান। তিনি বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের টেপুরা গ্রামের বাসিন্দা।
    পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বরগুনা -বরিশাল মহাসড়ক ধরে প্রান আরএফএল গ্রুপের নরসিংদী-ম ১১-০১৫৮ নম্বরের একটি কাভারভ্যান বরগুনার দিকে যাচ্ছিল। অন্যদিকে মোটরসাইকেলে করে বরগুনা থেকে বরিশালে যাচ্ছিলেন মটরসাইকেল চালক কামরুজামান।
    সকাল এগারোটার দিকে মহাসড়কের ফুলঝুড়ী এলাকার খানবাড়ী নামক এলাকায় কাভারভ্যান ও মোটরসাইকেলটির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের চালক মহাসড়কে ছিটকে পড়েন। চালক কামরুজামান ঘটনাস্থলেই নিহত হন।
    সদর থানার ওসি কে এম তরিকুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির লাশ বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে প্রান আর এফএল গ্রুপের কাভারভ্যান জব্দ করা হয়েছে। তবে কাভারভ্যানের চালক পালিয়ে গেছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ