• Uncategorized

    “স্মৃতির ক্যাম্পাসে তুমি”-লেখকঃ শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ৬ অক্টোবর ২০২০ , ৪:৪৭:০৩ প্রিন্ট সংস্করণ

    কবিতাঃ-স্মৃতির ক্যাম্পাসে তুমি
    লেখকঃ শিহাব আহম্মেদ

    পুরনো ক্যালেন্ডারে খোঁজ নিয়ে দেখো
    আমার হৃদয় মন্দিরে তুমি ছিলে কীনা?
    তুমি আমার রক্তে মিশে আছো আজো
    কিভাবে ধুয়ে ফেলতে হয় আমি জানিনা!

    তুমি যখন যেভাবেই ফিরে আসো যদি
    তোমাকে ফিরিয়ে দেয়ার সাধ্য আমার নেই।
    অনেক উল্কার স্রোত বয়েছিল হঠাৎ প্রত্যুষে
    বিনিদ্র তারার মেঘ ছুঁয়েছিল প্রথম আবেগে।

    অকস্মাৎ অশরীরী দিনে বিবর্ণ মৃত্যুর বীজ
    ছড়াল আসন্ন রাজপথে নিশ্চল আভাস!
    গোধূলীর প্রত্যহ ছায়ায় তুমি চলে গেলে
    রক্তিম আকাশচিহ্ন স্ববেগে প্রস্থান করে!

    নিষিদ্ধ কল্পনাগুলি বার বার মনে পড়ে
    অলক্ষ্যে প্রসব করে অব্যক্ত কত যন্ত্রণা,
    প্রথম যৌবন তার রক্তময় রিক্ত জয়টীকা
    ব্যর্থ জীবন নিঃশেষে নিশ্চিহ্ন করে দিলে!

    তৃষ্ণার্ত কঙ্কাল অতীত পানে দৃষ্টি হানে কত
    সর্বগ্রাসী প্রলুব্ধ চিতার অপবাদে সভয়ে সন্ধান!
    প্রেতাত্মার প্রতিবিম্ব বার্ধক্যের প্রকম্পনে লীন
    অনুর্বর জীবনের সূর্যোদয় ভস্মশেষ চিতা।

    কুজ্ঝটিকা মূর্ছা গেল যেনো আলোক-সম্পাতে
    বাসনা-উদ্গ্রীব কেবল উন্মুখ ধ্বংসের আর্তনাদে।
    প্রচ্ছন্ন অগ্ন্যুৎপাতে সংজ্ঞাহীন মেরুদণ্ডহীন-দিন
    নিতান্ত ভঙ্গুর তাই উদ্যত সৃষ্টির ত্রাসে কাঁপে সব!

    রুদ্ধশ্বাস বসন্তের আদিম প্রকাশ তোমায় ছেড়ে
    প্রত্যহ লাঞ্ছিত স্বপ্ন মানবমনে যেনো অবসাদেে!
    অন্ধকারে সন্ধ্যার মিছিলে বিস্ময়দৃষ্টি মেলে ধরে
    বিষাক্ত বিশ্বাসে বহ্নিমান তপ্তশিখা উগ্র স্পর্ধায়!

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ