প্রতিনিধি ৬ অক্টোবর ২০২০ , ৪:৫১:৫৭ প্রিন্ট সংস্করণ
কবিতাঃ-স্মৃতির আয়নায়
লেখকঃ শিহাব আহম্মেদ
খুব বেশি মনে পড়ে তোমাকে
বর্ষার দিনে ঝুমঝুম বৃষ্টি পড়া রাতে
একাকি চোখের বন্যায় বালিশ ভিজে।
খুব বেশি মনে পড়ে তোমাকে
ঘুম থেকে উঠে ঝটপট স্কুলের প্রস্তুতি
সকালে ডিম-ভাজি রুটি নাস্তার সময়।
খুব বেশি মনে পড়ে তোমাকে
স্কুলে থেকে ফিরে পাশাপাশি বসে
অনর্গল কথা বলা আর দুষ্টুমিতে।
খুব বেশি মনে পড়ে তোমাকে
যখন চাকুরির ইন্টারভিও দিতে গিয়ে,
তোমার থেকে কতশত টাকা নিয়েছি।
খুব বেশি মনে পড়ে তোমাকে
যখন চাকুরির ভাইভা দিয়ে ফিরে,
চাকুরি না পাওয়ায় সান্ত্বনা দিয়েছো।
খুব বেশি মনে পড়ে তোমাকে
যখন এতো লেখাপড়ে করেও জীবনে
ভালো কোনো চাকুরি হলোনা আমার।
খুব বেশি মনে পড়ে তোমাকে
যখন জীবন যুদ্ধে পরাস্ত সৈনিক
বার বার কাঁদ ছিলাম ভবিষ্যৎ নিয়ে।
খুব বেশি মনে পড়ে তোমাকে
যখন হাঁতে টাকা না থাকায় তোমাকে
ভালো কোন পোশাক কিনে দিতে পারিনি।
খুব বেশি মনে পড়ে তোমাকে
যখন তোমার সাথে বার বার অযথা
দুর্ব্যবহার আর বকাঝকা করেছি অকারনে।
খুব বেশি মনে পড়ে তোমাকে
যখন অযথা তোমার অতীত নিয়ে
খোঁচা মেরে কথা বলে মারধোর করেছি।
খুব বেশি মনে পড়ে তোমাকে
যখন তোমার শান্ত নিবিড় চলাফেরা
আর মোহনীয় ভঙ্গিতে হাঁসাহাঁসি করতে।
খুব বেশি মনে পড়ে তোমাকে
আজ আমার টাকা-পয়সা খ্যাতি সব আছে
কিন্তু প্রিয় সখী শুধু তুমি নেই আমার পাশে।
খুব বেশি মনে পড়ে তোমাকে
কিছু ভুলের অজুহাতে মিষ্টি মুখ করা
কড়া চোখের চাউনিতে তাকানোয়।
খুব বেশি মনে পড়ে তোমাকে
নীল শাড়ি লাল টিপে কাঁচের চুড়ি বেলী ফুলে
সুন্দরী অপ্সরা তুমি যখন হেঁটে যেতে চঞ্চলে।
খুব বেশি মনে পড়ে তোমাকে
একটা স্নিগ্ধা হাঁসি লেগে থাকা ঠোঁটের কোণে
মিষ্টি কণ্ঠে করুন সুরে যখন সখী আমায় ডাকতে।
খুব বেশি মনে পড়ে তোমাকে
চৈত্রের প্রখর উত্তাপে তুমি চলে যাওয়ায়
হৃদয় যখন আমার বাজখাঁই হাঁহাঁকার করে।
খুব বেশি মনে পড়ে তোমাকে
সেই চেনা নামটি যখন স্টুডেন্টের নাম হয়,
আর যখন তোমার মুখ অবয়বটি ভেসে উঠে।
খুব বেশি মনে পড়ে তোমাকে
যখন বুকের বাঁ-পাশে চিন চিন ব্যথা হয়,
আর তুমি যখন বুকে মালিশ করে দিতে।