প্রতিনিধি ২৩ জুলাই ২০২০ , ৪:০৪:১৯ প্রিন্ট সংস্করণ
স্মরনে ফারুকী স্যার
_সানী মুফতি
ফারুকী স্যার ,
কথা বলতেন খুব
চমৎকার!
পড়াতেন হায়ারম্যাথ ,
মজার ছলে ছলে ,
সবাইকে মামুনি _বাবা বলে ,
বুঝাতেন ম্যাথ !
কখনো কোন ছাএ বা ছাত্রী
হতো না বিরক্ত !
ফারুকী স্যারের আদরমাখা
ডাকে ছাএছাত্রী হয়ে যেত রপ্ত!
স্যারের আছে অগনিত ভক্ত!
হঠাৎ
স্যারকে হারিয়ে আমরা বেদনাহত !
শত সহস্র রউফিয়ানের
হৃদয় হয়েছে চূর্ণ বিচূর্ণ!
রউফ কলেজে ছিলেন
যতদিন
প্রতিটি ক্ষেত্রে রেখেছিলেন অবদান !
কখনো করেন নি কারো সাথে ব্যবধান !
রেখে গেছেন শত ঋন!
সালাম জানাই ,
শ্রদ্ধার সাথে সবসময়
করিবো স্মরন!
যতদিন হবে না মরন!
স্যার থাকবেন আমাদের হৃদয়ে !
আমাদের রউফ কলেজ এর
প্রাঙ্গনে!