এম মনিরুজ্জামান-পাবনা:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির সকল ভোট কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটে বিজয়ী হয়েছেন। রোববার পাবনার (সুজানগর - বেড়া আংশিক) আসনের নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির ১ লাখ ৬৫ হাজার ৮ শত ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম দলীয় নোঙর প্রতীকের প্রার্থী ডলি সায়ন্তনী ৪ হাজার ৩ শত ৮২ ভোট পেয়েছেন। এছাড়াও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মেহেদী হাসান রুবেল পেয়েছেন ২ হাজার ২২ ভোট, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৪ শত ৪ ভোট,ন্যাশলান পিপলস্ পার্টির আম প্রতীকের আজিজুল হক পেয়েছেন ৩ শত ৬৬ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মশাল প্রতীকের শেখ আনিসুজ্জামান পেয়েছেন ২ শত ৮১ ভোট, বাংলাদেশ তরীকত ফেডারেশনের ফুলের মালা প্রতীকের প্রার্থী মোমিনুল ইসলাম ৩ শত ৬৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের প্রার্থী পেয়েছেন ২ হাজার ১৩ ভোট। এরমধ্যে ২ হাজার ৯ শত ৫২ ভোট নষ্ট বলে জানান, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। উল্লেখ্য পাবনা -২ আসনে ৩ লাখ ৪৮ হাজার ২ শত ৯ ভোট নিয়ে গঠিত।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.